
গাজীপুরে জেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিব খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ খায়রুল আলম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল শিকদার, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম. এ. বারী, অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আনোয়ার হোসেন, অরুণ সাহা প্রমুখ।
সভায় সাংবাদিকসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, আইনজীবী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।