সোমবার, ১৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার, ১৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/bhorersomachar.com/wp-content/themes/newsglory/lib/part/top-part.php on line 67

গাজীপুরে রথযাত্রা ও রথমেলা শুরু

গাজীপুরে রথযাত্রা ও রথমেলা শুরু
গাজীপুরে রথযাত্রা ও রথমেলা শুরু

গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে। রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথ মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, গাজীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, গাজীপুর রথযাত্রা ও রথমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মুকুল কুমার মল্লিক প্রমুখ। রথযাত্রা উপলক্ষে আয়োজিত সভা শেষে প্রধান অতিথি, রথ সংশ্লিষ্ট ও হাজারো পুণ্যার্থী নিয়ে ভক্তি সহযোগে রথ টান দিয়ে রথ যাত্রা ও রথমেলার উদ্বোধন করেন।
এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছেন। আগামী বুধবার উল্টো রথযাত্রায় মাণিক্য মাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে শেষ হবে এ রথযাত্রা।

রথযাত্রা উপলক্ষে মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নাগড়দোলা, সার্কাস এবং নানা রকমের পণ্যের পসরা নিয়ে বসেছে দোকানিরা। গাজীপুরের ভাওয়াল রাজারা এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করে।

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন