সোমবার, ১৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার, ১৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/bhorersomachar.com/wp-content/themes/newsglory/lib/part/top-part.php on line 67

রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
রাজধানীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

রাজধানীর বসিলায় ডাম্প ট্রাকের ধাক্কায় সেলিম (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।

শনিবার সকাল পৌনে ৭টার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই যাত্রী। আর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।
আহতরা হলেন- মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানি বেগম (৪০), সালমা আক্তার (২২) ও চালক ইয়ার হোসেন (৪২)।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন জানান, সকালে বসিলা ব্রিজের ঢালে ডাম্প ট্রাকটি অটোরিকশার সামনের দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন অটোরিকশার চালক, যাত্রীসহ পাঁচজন। পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ট্রাকটি জব্দ করা হয়েছে এবং অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি

সংবাদটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন